মেসি ম্যাজিকে বার্সার ৬০০০

লিওনেল মেসির জোড়া গোলে দারুণভাবে লিগ শিরোপা ধরে রাখার মিশন শুরু করল বার্সেলোনা। দেপোর্তিভো আলাভেসকে - গোলে উড়িয়ে দিয়েছে আর্নেস্টো ভালভার্দের শিষ্যরা
ন্যু ক্যাম্পে ম্যাচ গড়ানোর আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সাকেগার্ড অব অনারদেয় আলাভেস। শেষ পর্যন্ত সম্মানটা ধরে রাখে কাতালানরা। তবে শুরুটা শুভ হয়নি তাদের। একচেটিয়া বল দখলে রাখলেও প্রথমাধের্ ডেড লক ভাঙতে পারেননি তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেও সেই অচলাবস্থা কাটেনি
অবশেষে মুহুর্মুহু আক্রমণের সুফল মেলে ৬৪ মিনিটে। ঠিকানায় বল পাঠিয়ে স্বাগতিক দর্শকদের আনন্দের উপলক্ষ এনে দেন সুপারস্টার মেসি। ইতিহাসে এটি বার্সার ৬০০০তম গোল। গোলের গেরো খুললে আর পিছু ফিরে তাকাতে Clicয়নি ব্লাউগ্রানাদের। ৮৩ মিনিটে ব্যাবধান দ্বিগুন করেন ফিলিপে কুতিনহো। আর শেষ বাঁশি বাজার আগে নিজের দ্বিতীয় গোল করেন এলএমটেন। এই জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে লিগ শুরু করল বার্সা
লা লিগাকে বলা হয় দুই ঘোড়ার রেস। জয় দিয়ে মিশন শুরু করল বার্সা। আজ রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ম্যাচ। যেখানে লস ব্লাঙ্কোদের প্রতিপক্ষ গেটাফে। এখন দেখার বিষয়, লিগ অভিযাত্রাটা কেমন হয় তাদের

No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.