আজ 21/08/2024 বিসিবির নতুন সভাপতি হলেন ফারুক আহমেদ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তাঁর জায়গায় বিসিবির নতুন সভাপতি হয়েছেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক ফারুক আহমেদ।
সভাপতি পদে নিয়োগ পাওয়ার পর তিনি বিকাল ৩.৩০ মিনিটে সাংবাদিকদের সাথে কথা বলেন।
তিনি দেশের ক্রিকেটে উন্নতি করার প্রতিশ্রতি দিয়েছেন।
২০১২ সালে সরকার-মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়েছিলেন নাজমুল হাসান। ২০১৩ সালের অক্টোবরে হন নির্বাচিত সভাপতি। সেই থেকে নাজমুলই তিন মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্বপালন করেছেন। আগামী বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল নাজমুল হাসানের পরিচালনা পর্ষদের মেয়াদ।
No comments